news & updates

CUET Family paid tribute to the Mural of the Bangabandhu on the eve of historical 7th March at CUET.


  • CUET Family paid tribute to the Mural of the Bangabandhu on the eve of historical 7th March at CUET.
  • CUET Family paid tribute to the Mural of the Bangabandhu on the eve of historical 7th March at CUET.
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিবার। অদ্য ০৭ মার্চ (বৃহস্পতিবার), ২০১৯ খ্রি. সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এর পরপরই চুয়েট বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আহবায়ক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহর থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।