news & updates

Seminar on Prospects of Electric Vehicles for Digital Bangladesh by IET held at CUET.


  • Seminar on Prospects of Electric Vehicles for Digital Bangladesh by IET held at CUET.
  • Seminar on Prospects of Electric Vehicles for Digital Bangladesh by IET held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অফ এনার্জি টেকনোলজি (আইইটি)-এর আয়োজনে ‘প্রোসপেক্টস অফ ইলেকট্রিক ভেহিক্যাল্স ফর ডিজিটাল বাংলাদেশ’ (Seminar on Prospects of Electric Vehicles for Digital Bangladesh) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৫ জুলাই (বৃহস্পতিবার), ২০১৯ খ্রি. সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আইইটি’র পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। সেমিনারে কী-নোট স্পীকার ছিলেন ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের (University of Warwick) সহকারী অধ্যাপক ড. অনুপ বারই (Dr. Anup Barai)। তৌফিকুল আলম ও জুয়েল শিকদারের যৌথ সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইটি’র গবেষণা সহকারী অধ্যাপক ড. সৈয়দ আবু নাহিয়ান। এতে আইইটি’র স্নাতকোত্তর পর্বের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সরকার দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে র‌্যাংকিং পদ্ধতি চালু করতে যাচ্ছে। সেলক্ষ্যে চুয়েট প্রশাসন সম্প্রতি গবেষণা কার্যক্রমকে ত্বরান্নিত ও উৎসাহিত করতে ৫টি অনুষদের অধীনে সেরা গবেষণাকর্ম বাছাই করে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করেছে। চুয়েট ভিসি আরো বলেন, চুয়েটে স্থাপিত রিনিউয়েবল এনার্জি ল্যাব দেশের অন্যতম আধুনিক ল্যাবরেটরি। ইনস্টিটিউট অফ এনার্জি টেকনোলজি ইতোমধ্যে গবেষণা ক্ষেত্রে সাফল্য দেখিয়ে যাচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে সেই ধারা অব্যাহত থাকবে। পরে ইনস্টিটিউট অফ এনার্জি টেকনোলজি থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।