news & updates

Orientation program for 2019-20 Undergraduates will celebrate on tomorrow at CUET.


  • Orientation program for 2019-20 Undergraduates will celebrate on tomorrow at CUET.
  • Orientation program for 2019-20 Undergraduates will celebrate on tomorrow at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ (আনুষ্ঠানিকভাবে একযোগে ক্লাস শুরুর উৎসব) আগামীকাল ০৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২০ খ্রি. অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গোল চত্তর সংলগ্ন বাস্কেটবল মাঠে সকাল ১০.০০ ঘটিকায় উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ‘Campus Living Rules and General Rules’ বিষয়ে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান, ‘Academic Ordinance & Rules and Examination Ordinance & Rules’ বিষয়ে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, ‘Extra Curricular Activities’ বিষয়ে যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, ‘Research Collaboration, Industry and University Interaction’ বিষয়ে পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং ‘Inspiring Speech’ বিষয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিস্তারিত বক্তব্য রাখবেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।