news & updates

Anti-Ragging awareness campaign meeting held at CUET.


  • Anti-Ragging awareness campaign meeting held at CUET.
  • Anti-Ragging awareness campaign meeting held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে মাদক ও র্যাগিং-এর বিরুদ্ধে সচেতনতা তৈরির নিমিত্তে অনুষদভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১২ ফেব্রুয়ারি (বুধবার), ২০২০ খ্রি. সকাল ১১.০০ ঘটিকা থেকে বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষদভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে পৃথক-পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। প্রথম দফায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত তিনটি বিভাগ, দ্বিতীয় দফায় যন্ত্রকৌশল অনুষদভুক্ত তিনটি বিভাগ এবং তৃতীয় দফায় পুরকৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদভুক্ত মোট চারটি বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট অনুষদের সম্মানিত ডীনগণ এবং বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান সরকার জঙ্গীবাদ, মাদক ও র্যাগিং-এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। চুয়েট প্রশাসনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শান্তিপূর্ণ ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। দেশের সবচেয়ে মেধাবী ছেলে-মেয়েরাই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমরা চাই চুয়েটের সবুজ ক্যাম্পাস মাদক ও র্যাগিং মুক্ত ক্যাম্পাস হিসেবে দেশের অপরাপর বিশ্ববিদ্যালয়ের কাছে নজীর স্থাপন করুক। সেজন্য বর্তমান ছাত্র-ছাত্রীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চুয়েট প্রশাসনের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে গত ০৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২০ খ্রি. রাত ৮.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের পাশাপাশি ২০১৯-২০ শিক্ষাবর্ষের (‘১৯ ব্যাচ) নবাগত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আকষ্মিক পরিদর্শন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় ক্যাম্পাসে যে কোন ধরণের র্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা আবাসিক শিক্ষার্থীদের আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়।