news & updates

Workshop on ÔUser Awareness Program, Turintin’ held at CUET.


  • Workshop on ÔUser Awareness Program, Turintin’ held at CUET.
  • Workshop on ÔUser Awareness Program, Turintin’ held at CUET.
চুয়েটে কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘টারনিটিন’ সফটওয়্যার ব্যবহারে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কেন্দ্রীয় লাইব্রেরীর আয়োজনে প্লেজারিজম (Plagiarism) রোধে টারনিটিন সফট্ওয়্যার ব্যবহারে সচেতনতা বিষয়ক “User Awareness Program, Turintin\" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৭ অক্টোবর (রোববার), ২০১৮ খ্রিঃ বিকালে ৩ ঘটিকায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে রিসোর্স পারসন ছিলেন ভারতের টারনিটিন্ডিয়া এডুকেশন লিটিমটেডের কাস্টমার সাকসেস ম্যানেজার জনাব অক্ষয় প্রসন্ন। লাইব্রেরিয়ান জনাব মোঃ আব্দুল খালেকের সঞ্চানলায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক অংশগ্রহণ করেন।