news & updates

Admission Test-2018 result published at CUET.


  • Admission Test-2018 result published at CUET.
  • Admission Test-2018 result published at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লেভেল-১ ¯œাতক (সম্মান) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সমন্বয়ে গঠিত \"ক\" বিভাগে ভর্তির জন্য বিবেচিত হয়েছেন মোট ৩ হাজার ৬২৯ জন। আর স্থাপত্য বিভাগ নিয়ে গঠিত \"খ\" বিভাগে ভর্তিযোগ্য শিক্ষার্থী সংখ্যা ১৪৪ জন। এদেও মধ্যে মেধাতালিকায় ‘ক’ গ্রæপে ৬৭০ জন এবং অপেক্ষমাণ তালিকায় ২ হাজার ৩৩০ জন অন্যদিকে ‘খ’ গ্রæপে মেধাতালিকায় ৩০ জন এবং অপেক্ষমাণ তালিকায় ৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়। আগামী ২০ ও ২১ নভেম্বর, ২০১৮ খ্রিঃ মঙ্গলবার মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে। মেধাতালিকায় \"ক\" বিভাগে ১-৮০০ পর্যন্ত এবং \"খ\" বিভাগে ১-৩০ পর্যন্ত ফলাফলধারীদের ডাকা হবে। উল্লেখ্য, \"ক\" বিভাগে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৬৯৯ জন এবং \"খ\" বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬৪৩ জন। এবার ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিলো ৮ হাজার ৩৪২ জন। অদ্য ০৮ নভেম্বর (শুক্রবার), ২০১৮ খ্রিঃ রাত সাড়ে ৯ ঘটিকার সময় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যোগ্য ঘোষিত সকল প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্ধারিত ভর্তি ফরম অনলাইনে পূরণ করতঃ বিভাগের পছন্দক্রম দিতে হবে। অনলাইনে বিভাগের পছন্দক্রমসহ ভর্তি ফরম আগামী ১৫/১১/২০১৮ খ্রিঃ তারিখ থেকে ১৯/১১/২০১৮ খ্রিঃ তারিখ পর্যন্ত পূরণ করা যাবে। পূরণকৃত ফরমের প্রিন্টেড একটি কপি ভর্তির নির্ধারিত তারিখে সঙ্গে নিয়ে আসতে হবে। এছাড়া আসন খালি সাপেক্ষ অপেক্ষমাণ তালিকাসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি চুয়েটের ওয়েবসাইট http://www.cuet.ac.bd/admission অথবা http://student.cuet.ac.bd/admission2018 পাওয়া যাবে।