news & updates

Workshop on Traffic Rules and Vehicle Maintenance held at CUET.


  • Workshop on Traffic Rules and Vehicle Maintenance held at CUET.
  • Workshop on Traffic Rules and Vehicle Maintenance held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যানবাহন শাখার উদ্যোগে চালক ও হেলপারের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ট্রাফিক রুলস এন্ড ভেহিকেল মেইনটেন্যান্স’ (Workshop on Traffic Rules and Vehicle Maintenance) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ ডিসেম্বর (শুক্রবার), ২০১৮ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে উক্ত কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। যানবাহন শাখার টেকনিক্যাল অফিসার প্রকৌশলী রিটন কুমার দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মেদ, যানবাহন পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির এবং যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। কর্মশালায় কী-নোট স্পিকার ছিলেন আফতাব অটোমোবাইল লিমিটেডের অপারেটিভ ডাইরেক্টর প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী এবং বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম শাখার মোটরযান পরিচালক জনাব কে.এম সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী টেকনিক্যাল অফিসার জনাব এম. মোরশেদুল হক। কর্মশালায় চুয়েট যানবাহন শাখার প্রায় অর্ধশত চালক ও হেলপার অংশগ্রহণ করেন।