news & updates

Seminar on ‘My Archipix Days’ by Architecture department held at CUET.


  • Seminar on ‘My Archipix Days’ by Architecture department held at CUET.
  • Seminar on ‘My Archipix Days’ by Architecture department held at CUET.
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের স্থাপত্য বিভাগের এনভায়রমেন্টাল ল্যাবের আয়োজনে স্থাপত্য বিষয়ক চতুর্থ সেমিনার গত ১৬ জানুয়ারি, ২০১৯ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। এবারের সেমিনারের শিরোনাম ছিল “মাই আর্কিপিক্স ডেইজ, দ্যা স্টোরি আই টোল্ড নো ওয়ান”(My Archipix Days : The Story I Told No One)। সেমিনারের বক্তা ছিলেন স্থ্পাত্য বিভাগের প্রভাষক জনাব অমিত ইমতিয়াজ। ২০১৭ সালে বিশে^র সম্মান জনক স্থাপত্যের গ্রাজুয়েশন প্রজেক্টের প্রতিযোগিতা আর্কিপিক্স ইন্টারন্যাশনালে বাংলাদেশের জন্য প্রথম মনোনয়ন নিয়ে আসেন অমিত ইমতিয়াজ। অমিত ইমতিয়াজের পঞ্চম বর্ষের থিসিস গ্র্যাজুয়েশন প্রজেক্ট “ব্রিদিং হাইড্রোলজিকাল ইনফ্রাস্ট্রাকচার” বিশে^র ৩৮৫ গ্র্যাজুয়েশন প্রজেক্টের সাথে প্রতিযোগিতা করে আর্কিপ্রিক্স ইন্টারনেশনাল হান্টার ডগলাস পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়। সেই সুবাদে আর্কিপ্রিক্স ইন্টারনেশনাল অমিত ইমতিয়াজকে ভারতে আহমেদাবাদের CEPT বিশ্ববিদ্যালয়ে দশ দিনের একটি ওয়ার্কশপ “মেকিং হ্যাবিটাট মেগাসিটি, মাইক্রোন্যারেটিবস”-এ আমন্ত্রণ জানায়। সেই ওয়ার্কশপে তিনি “আরবান ফেব্রিক স্ট্রাকচার” শিরোনামে ওয়ার্কশপে স্থাপত্য স্কুলের অধ্যাপক এবং ভারতে প্রতিথযশা স্থপতি অনুপমা কুন্ডের সাথে কাজ করেন। তিনি ভারতের বিখ্যাত স্থপতি বাল-কৃষ্ণ-দোশির অফিসে সাঙ্গাতে ওয়ার্কশপের প্রজেক্ট উপস্থাপনের আমন্ত্রণ পান। সেমিনারে তারই কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন অমিত ইমতিয়াজ। সেমিনারটি মূল দায়িত্বে ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও এনভায়রনমেন্টাল ল্যাবের সমন্বয়ক জনাব সজল চৌধুরী এবং সহকারী সমন্বয়ক প্রভাষক জনাবা সারা বিনতে হক। সেমিনারে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।