news & updates

Workshop on Professional Approaches of Software Development by CSE department held at CUET.


  • Workshop on Professional Approaches of Software Development by CSE department held at CUET.
  • Workshop on Professional Approaches of Software Development by CSE department held at CUET.
  • Workshop on Professional Approaches of Software Development by CSE department held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘প্রফেশনাল এপ্রোসেস অব সফটওয়্যার ডেভেলপমেন্ট’ Professional Approaches of Software Development) শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা গতকাল ৩০ মার্চ, ২০১৯ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ‘ইন্ডাষ্ট্রি রেডিনেস ফর ফ্রেশ গ্র্যাজুয়েট’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেফালো বাংলাদেশ লিমিটেডের চীফ অপারেটিং অফিসার (সিওও) ইঞ্জিনিয়ার ফেরদৌস মাহমুদ শাওন। তিনি তাঁর বক্তব্যে সফটওয়্যার ইন্ডাষ্ট্রিতে যোগদানের ক্ষেত্রে ফ্রেশ গ্র্যাজুয়েটেদের প্রয়োজনীয় যাচিত যোগ্যতার উপর আলোকপাত করেন। তিনি বলেন, বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে আপডেটেড অনলাইন প্রোফাইল (লিংকড্ইন) অন্যতম যোগতার মাপকাঠি হিসাবে বিবেচনা করা হচ্ছে। উক্ত কর্মশালায় টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিলেন ঢাকাস্থ নরোজিয়ান কোম্পানি সেফালো বাংলাদেশ লিমিটেড (Cefalo Bangladesh Ltd.)। এছাড়া ওয়ার্কশপে ‘এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট’ বিষয়ের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেফালো’র সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুময় বড়ুয়া। উল্লেখিত সফটওয়্যার কোম্পানির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সত্যজিত দে ‘গ্রোগামিং বেষ্ট প্র্যাকটিসেস’-এর ওপর সেশন পরিচালনা করেন। ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেন্ড’ বিষয়ক সেশনে এক্সপার্ট হিসাবে যোগ দেন সেফালো’র সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুপন্কর বণিক। অনুষ্ঠানে সিএসই বিভাগের সমাপনী বর্ষের শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়। সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মীর মু. সাক্বী কাওসার উক্ত ওয়ার্কশপে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওয়ার্কশপ আয়োজনে সহাযোগিতায় ছিলেন সিএসই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুর রহমান, সারল্য রায়, সামনুন ইবনে আহমদ, রাজু আহমদ, মাহবুবা হোসেন সাকুরা, মারুফুর রহমান, মুবিনুল ইসলাম প্রমুখ।