news & updates

CUET delegates participated at ‘Dialogue on Fourth Industrial Revolution’ held at Dhaka.


  • CUET delegates participated at ‘Dialogue on Fourth Industrial Revolution’ held at Dhaka.
  • CUET delegates participated at ‘Dialogue on Fourth Industrial Revolution’ held at Dhaka.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)-এর যৌথ আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লব (Dialogue on Fourth Industrial Revolution) শীর্ষক দিনব্যাপী এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রছাত্রীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। এবারের সংলাপের শিরোনাম রাখা হয়েছে- ‘বাংলাদেশি তরুণদের ভবিষ্যত চাকরি-দক্ষতা-ক্যারিয়ার’ (Future Jobs-Skills-Careers for Bangladeshi Youth)। সম্প্রতি (১২ মার্চ, ২০১৯ খ্রি.) রাজধানী ঢাকার হোটেল ইন্টার-কন্টিনেন্টালে উক্ত সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুইটি প্যানেল সেশনে প্রথমে ‘Global landscape of learning and skills’ শিরোনামে এবং পরে ‘Readiness for jobs and future careers in Bangladesh and the world’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করা হয়।