news & updates

Honorable Vice Chancellor exchanged Eid greetings with CUET family


  • Honorable Vice Chancellor exchanged Eid greetings with CUET family
  • Honorable Vice Chancellor exchanged Eid greetings with CUET family
  • Honorable Vice Chancellor exchanged Eid greetings with CUET family
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েট পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। অদ্য ১০ জুন (সোমবার), ২০১৯ খ্রি. সকালে মাননীয় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রেজিস্ট্রার (অতিরিক্তি দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ চুয়েট পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েট পরিবারের সকলের প্রতি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি সকলের সর্বাঙ্গীন সফলতা ও মঙ্গল কামনা করেন। তিনি চুয়েটের চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে মিলেমিশে একটি সুন্দর পরিবার হিসেবে কাজ করে যাওয়ার আহবান জানান।