news & updates

Seminar on ‘Industrial Safety and Hazard Management’ held at CUET.


  • Seminar on ‘Industrial Safety and Hazard Management’ held at CUET.
  • Seminar on ‘Industrial Safety and Hazard Management’ held at CUET.
  • Seminar on ‘Industrial Safety and Hazard Management’ held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের ‘১৪ ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায় এবং ‘১৮ ব্যাচের ছাত্র-ছাত্রীদের নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে অদ্য ২৩ সেপ্টেম্বর (সোমবার), ২০১৯ খ্রি. ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিটি ইএমই ভবন থেকে শুরু হয়ে পুরকৌশল ভবন, প্রশাসনিক ভবন ও গোল চত্ত্বর হয়ে যন্ত্রকৌশল বিভাগের সামনে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ‘ইন্ডাস্ট্রিয়াল সেইফ্টি এন্ড হ্যাজার্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামিট ওয়েল এন্ড শিপিং কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম-এর মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানের কনভেনর ছিলেন যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া এবং কো-কনভেনর ছিলেন সহকারী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল- শিক্ষার্থীদের বিদায় ও বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।