news & updates

Inter-Department Football competition-2019 ends at CUET.


  • Inter-Department Football competition-2019 ends at CUET.
  • Inter-Department Football competition-2019 ends at CUET.
  • Inter-Department Football competition-2019 ends at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে ফাইনাল খেলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ১-০ গোলে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগকে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন সিএসই বিভাগের মো. তোজাম্মেল হক এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ইমতিয়াজ ইমন। এছাড়া সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আলী নেওয়াজ, সেরা গোলরক্ষক হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের ড. সানাউল রাব্বী এবং আদর্শ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। এ উপলক্ষ্যে অদ্য ০৫ অক্টোবর (মঙ্গলবার), ২০১৯ খ্রি. বিকাল ৪.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। এতে বিভাগীয় প্রধানগণের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। শারিরীক শিক্ষা কর্মকর্তা জনাব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপ-পরিচালক ড. মো. আরাফাত রহমান। উল্লেখ্য, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালনায় ও শারিরীক শিক্ষা দপ্তরের সহযোগিতায় উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।