news & updates

2nd International Conference on Electrical, Computer & Communication Engineering to be held on 7-9th February, 2019 at Coxsbazar.


  • 2nd International Conference on Electrical, Computer & Communication Engineering to be held on 7-9th February, 2019 at Coxsbazar.
চুয়েটের ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার ও কমিউনিকেশন কৌশল বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স আগামী ০৭-০৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে তিনদিনব্যাপী ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার ও কমিউনিকেশন কৌশল বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স ‘ইসিসিই-২০১৯’ (International Conference on Electrical, Computer and Communication Engineering; ECCE-2019) আগামী ০৭-০৯ ফেব্রæয়ারি, ২০১৯ খ্রিঃ পর্যটন নগরী কক্সবাজারে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে অদ্য ০৪ জুলাই (বুধবার), ২০১৮ খ্রিঃ সকালে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর এবং উক্ত কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম কনফারেন্সের পোস্টার ও লোগো উম্মোচন করেন। এরই মধ্য দিয়ে কনফারেন্সের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। এ সময় কনফারেন্স আয়োজক কমিটির সভাপতি ও ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, সহ-সভাপতি ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ও ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, কনফারেন্স সেক্রেটারি ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুবাইয়াৎ তানভীর হোসাইন, প্রকাশনা সম্পাদক ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল আনাম শাহজামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন। দ্বিতীয়বারের মত আয়োজিত উক্ত কনফারেন্সে পাওয়ার, রিনিউয়েবল এনার্জি এন্ড স্মার্ট গ্রিড, ন্যানো টেকনোলজি, পাওয়ার ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স এন্ড কন্ট্রোল সিস্টেম, কমিউনিকেশন এন্ড সিগন্যাল প্রসেসিং, গেমিং এন্ড মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ওয়্যারলেস সেন্সর এন্ড মোবাইল এড-হক নেটওয়ার্কস, ইন্টেলিজেন্ট কম্পিউটিং এন্ড সিস্টেমস, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স এন্ড ই-হেলথ কেয়ার, ই-কমার্স এন্ড ই-গভর্নেন্স, সাইবার সিকিউরিটি, ভার্চুয়াল রিয়েলিটি প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হবে। এইকসাথে তড়িৎ, কম্পিউটার ও কমিউনিকেশন প্রকৌশল খাতের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যত প্রবণতাসমূহ নিয়ে বিশদ আলোচনা ও তথ্য-উপাত্ত বিনিময় হবে। উক্ত কনফারেন্সে উপস্থাপনের জন্য পেপার সাবমিশনের সময়সীমা আগামী ০১ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিঃ পর্যন্ত। এছাড়া কনফারেন্সে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর, ২০১৮ খ্রিঃ তারিখে শেষ হবে।