news & updates

CUET family will cut 100 pound cake for celebrating Bangabandhu’s Birth Centennial on 17th March.


  • CUET family will cut 100 pound cake for celebrating Bangabandhu’s Birth Centennial on 17th March.
  • CUET family will cut 100 pound cake for celebrating Bangabandhu’s Birth Centennial on 17th March.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে একশ পাউন্ডের কেক কাটা হচ্ছে। বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীর ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে রাখতে চুয়েট প্রশাসন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ মার্চ (বুধবার), ২০২১ খ্রি. সকাল ১০.৪০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই বিশাল কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া দিবসটি উপলক্ষ্যে চুয়েটের আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হবে। দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা, বিশেষ দোয়া-মোনাজাত ইত্যাদি।