news & updates

National Tree Plantation Program-2018 held at CUET.


  • National Tree Plantation Program-2018 held at CUET.
জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৮ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরণে দেশব্যাপী ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনির্মিত শেখ রাসেল হল সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয়েছে। অদ্য ১৮ জুলাই (বুধবার), ২০১৮ খ্রিঃ উক্ত বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, নবনির্মিত শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছানসহ চুয়েট পরিবারের বিপুল সদস্য উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণকালে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, মহান মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। শহীদ মুক্তিযোদ্ধারা নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে একটি দেশ ও পতাকা উপহার দিয়ে গেছেন। তাঁদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ বীর শহীদদের স্মরণে একযোগে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষরোপণের মত কর্মসূচি হাতে নেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উক্ত কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি সমগ্র দেশ ও জাতি সম্মান জানানোর আরেকটি সুযোগ পেয়েছে।