news & updates

Workshop on Minimizing the Skill Gap among Industry, Academia and Job Seekers


  • Workshop on Minimizing the Skill Gap among Industry, Academia and Job Seekers
  • Workshop on Minimizing the Skill Gap among Industry, Academia and Job Seekers
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এবং এটুআই ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় \"ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও চাকরিপ্রত্যাশীদের সাথে স্কিল-গ্যাপ হ্রাসকরণ\" (Workshop on Minimizing the Skill Gap among Industry, Academia and Job Seekers) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই ডিসেম্বর (সোমবার) ২০২৩ খ্রি. বিকাল ৫:০০ ঘটিকায় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস মিলনায়তনে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের সদস্য ও পুরকৌশল বিভাগের \'১৯ ব্যাচের শিক্ষার্থী মাইশা নাওয়ার, ইয়াকিন রমিজ ও জোহায়ের মাহতাব। অনুষ্ঠানের শুরুতে \"বাংলাদেশের চাকরির বাজার\" নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন এটুআই-এর স্ট্র‍্যাটেজি অ্যান্ড ইনোভেশন বিশেষজ্ঞ জনাব এইচ.এম. আসাদ-উজ-জামান। এতে চুয়েট ক্যারিয়ার ক্লাবের সকল সদস্য এবং বিভিন্ন বিভাগের আগ্রহী বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় একেএস লিমিটেড, ওয়াটার লাইফ টেকনোলজি, ওমেরা ফুয়েলস লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, ইউনিলিভার, শাং-শিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাণ গ্রুপ, কেএসআরএম, ইউনিটেক্স গ্রুপ, নাভানা গ্রুপ, ওয়ালটন ডিজি-টেক, জিপিএইচ ইস্পাত লিমিটেড, বিএসআরএম, জেনসন অ্যান্ড নিকোলসন বাংলাদেশ লিমিটেড প্রভৃতি শিল্পপ্রতিষ্ঠান তাঁদের প্রত্যাশিত কর্মদক্ষতা ও স্কিলের বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।