news & updates

Training on "Sanitation for Urban low-Income Communities" held at CUET.


  • Training on
  • Training on
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগ ও ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ITN-BUET এর সহযোগীতায় \"Sanitation for Urban low-Income Communities\" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মশালার পাঁচটি (০৫) টেকনিক্যাল সেশন, তিনটি (০৩) Group Discussion এবং চট্টগ্রামস্থ আরেফীন নগরে FSM treatment plant এ মাঠ পর্যায়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। দুই ধাপে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় চুয়েটের পুরকৌশল বিভাগের সর্বমোট ৬০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে। এ প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে গত ৫ই জুন (বুধবার) ২০২৪ খ্রি. বিকাল ০৪.০০ ঘটিকায় পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদ এর ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, পুরকৌশল বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, পুরকৌশল বিভাগ এর শিক্ষক অধ্যাপক ড. স্বপন কুমার পালিত, ইন্টারন্যাশনাল ট্রেইনিং নেটওয়ার্ক - বুয়েট এর রিসার্চ অফিসার জনাব আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পুরকৌশল বিভাগ এর ১৮ ব্যাচ এর ছাত্র জুশান আবদুল্লাহ বাবর। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।