news & updates

"Training on Continuing Professional Development for staff (Grade 11-20)” held at CUET.


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে Ò Training on Continuing Professional Development for staff (Grade 03-10 & Grade 11-20)Ó শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ০৬ই জুন (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। উক্ত প্রশিক্ষণে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এর একাউন্টিং ও ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ডিভিশন-এর হেড এবং সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর জনাব এম. আমিনুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার জনাব মো. ইমরান হোসেন।