news & updates

Tree plantation program held at CUET.


  • Tree plantation program held at CUET.
  • Tree plantation program held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১১ই জুন মঙ্গলবার ২০২৪ খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্টুডিও এপার্টমেন্ট ভবন সংলগ্ন নতুন মাঠ এলাকায় উক্ত কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। নিরাপত্তা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ইনস্টিটিউট অব রিভার, হারভার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এর পরিচালক অধ্যাপক ড. আসিফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহাসহ বিভিন্ন পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।