news & updates

Seminar on "Higher Study and Research" and farewell of ETE 18th Batch held at CUET.


  • Seminar on
  • Seminar on
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগ (ইটিই) এর উদ্যোগে "উচ্চ শিক্ষা ও গবেষণা" শীর্ষক সেমিনার ও ইটিই বিভাগের ১৮ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১১ই জুন (মঙ্গলবার) ২০২৪ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এর অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, কুয়েট ইসিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. কে. শরীফুল আলম এবং পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের ২০তম ব্যাচ এর শিক্ষার্থী আনিকা তাবাসসুম ও মেহরিন বিনতে আলম শর্মী। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষাথীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয় বলেন, " শিক্ষাথীদের আত্মবিশ্বাসী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য দৃঢ় সংকল্প থাকতে হবে। তোমরা সফল হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সকলে মিলে স্মার্ট বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবে বলে আমি মনে করি"।