news & updates
A seminar on “Earthquake Prediction and Engineering for Seismically Safer Civil Structures” held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চ (আইইইআর) এর আয়োজনে ”আর্থকোয়াক প্রেডিকশন এন্ড ইঞ্জিনিয়ারিং ফর সাইজমিক্যালি সেইফার সিভিল স্ট্রাকচার্স” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৩১শে অক্টোবর ২০২৪ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত উক্ত সেমিনারের প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভিসি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ এর পরিচালক অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। সেমিনারের ১ম সেশনের টেকনিক্যাল বক্তা ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ২য় সেশনের আইইইআর এর গবেষণা সহকারী অধ্যাপক ড. শাফায়াত বিন আলী ও আইইইআর এর গবেষণা প্রভাষক জনাব সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইইআর এর গবেষণা প্রভাষক জনাব সোহেল রানা।
সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া বলেন, ”ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া খুবই কঠিন। ভূমিকম্পের মাত্র কয়েক মুহূর্ত আগে কিছু ক্ষুদ্র প্রাণীই বুঝতে পারে কিন্তু মানুষ বুঝতে পারে না। তারপরও শিক্ষক, গবেষক এবং উপস্থাপকরা প্রতিনিয়তই বিভিন্ন উপায় উদ্ভাবন করছেন দেশ ও মানবজাতিকে ভ‚মিকম্পে নিরাপদ রাখা জন্য।”