news & updates

Seminar on Drug Delivery and Genome Sequencing held at CUET.


  • Seminar on Drug Delivery and Genome Sequencing held at CUET.
  • Seminar on Drug Delivery and Genome Sequencing held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “ড্রাগ ডেলিভারি এবং জিনোম সিকোয়েন্সিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ৫ই নভেম্বর (মঙ্গলবার) ২০২৪ খ্রি. বেলা ১১.০০ ঘটিকায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন ও ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশন এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র তাইসিরুল মুক্তাদি। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ তারিক আরাফাত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, \"বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনেক গবেষণা ও উদ্ভাবনের সম্ভাবনা রয়েছে। শুধু পুথিগত জ্ঞান দিয়ে বর্তমান বিশ্বে টিকে থাকা যায় না, এই গতিশীল বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে সবদিক থেকে অসাধারণ হিসেবে গড়ে তুলতে হবে।”