news & updates

CUETJA gets a new committee for 2018-19 at CUET.


  • CUETJA gets a new committee for 2018-19 at CUET.
  • CUETJA gets a new committee for 2018-19 at CUET.
চুয়েট সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা সভাপতি তাহমিদ, সম্পাদক রাফাত হাসান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাংবাদিকদের সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ তাহমিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাফাত হাসান দিগন্ত। অদ্য ১০ অক্টোবর (বুধবার), ২০১৮ খ্রিঃ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে অনুষ্ঠিত সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক সমিতির সদ্যবিদায়ী সভাপতি জনাব ইনজামাম উল হকের সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ, সাবেক ছাত্রকল্যাণ উপ-পরিচালক অধ্যাপক ড. জি.এম সাদিকুল ইসলাম, শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোহাম্মদ কামরুল হাছান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব হুমায়ুন কবির ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকতাকে সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। চুয়েট সাংবাদিক সমিতি সুনামের সাথে তাদের সেই পেশাদারিত্বের পরিচয় দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। চুয়েট ভিসি আরো বলেন, বর্তমান ডিজিটাইজেশনের যুগে অনুমান নির্ভর সংবাদ করার সুযোগ নেই। এখন সবাই অনেক বেশি সচেতন। চুয়েটের চলমান অগ্রযাত্রায় সাংবাদিক সমিতির প্রশাসনের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। নবগঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে মোঃ আলাউদ্দিন সহ-সভাপতি, রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, আতাহার মাসুম অর্থ সম্পাদক, মনির হোসেন দপ্তর সম্পাদক, সাগর হোসেন প্রচার সম্পাদক এবং মোঃ কামরুজ্জামান রাহাত কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।