news & updates

2nd International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE 2017)’’ will start at Coxbazar from 7th February, 2019.


  • 2nd International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE 2017)’’ will start at Coxbazar from 7th February, 2019.
  • 2nd International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE 2017)’’ will start at Coxbazar from 7th February, 2019.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার কৌশল(ইসিই) অনুষদ-এর উদ্যোগে আগামী ০৭ থেকে ০৯ ফেব্রুয়ারি, ২০১৯ খ্রি: তারিখে পর্যটন নগরী কক্সবাজারে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘‘International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE 2019)’’ শীর্ষক আর্ন্তজাতিক কনফারেন্স। এ উপলক্ষে আগামী ০৭ ফেব্রুয়ারি, বেলা ১১টায় কক্সবাজারের লং বিচ্ হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক কনফারেন্সে বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্স, টেলিকমিউনিকেশন প্রভৃতি বিষয়ে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন। এ ব্যাপারে কনফারেন্সের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কৌশিক দেব বলেন,‘‘এটি আমাদের জন্য একটি প্রেস্টিজিয়াস কনফারেন্স। এতে ৮টি মূল প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক ৮১৪টি রিসার্চ পেপার জমা পড়েছে। আমাদের জানামতে, এই বিপুল রিসার্স পেপার জমা পড়ার হার বাংলাদেশের যে কোন আর্ন্তজাতিক কনফারেন্সের জন্য সর্বোচ্চ। আমরা গতবারের ধারাবাহিকতায় এবারের কনফারেন্সও অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশাবাদী।’’