news & updates

Annual Sports Competition-2019 ends at CUET.


  • Annual Sports Competition-2019 ends at CUET.
  • Annual Sports Competition-2019 ends at CUET.
  • Annual Sports Competition-2019 ends at CUET.
  • Annual Sports Competition-2019 ends at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অদ্য ০২ এপ্রিল (মঙ্গলবার), ২০১৯ খ্রি. সম্পন্ন হয়েছে। এতে প্রতিযোগিতার মূল আকর্ষণ ১০০ মিটার স্প্রীন্টে টানা দ্বিতীয়বারের মত দ্রæততম মানব হয়েছেন শহীদ তারেক হুদা হলের শিক্ষার্থী তোজাম্মেল হক এবং দ্রæততম মানবী হয়েছেন বেগম সুফিয়া কামাল হলের শিক্ষার্থী নুসরাত ইয়াসমিন। চুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে বিকেল সাড়ে ৪ ঘটিাকয় বেলুন ও পায়রা উড়িয়ে সমাপনী দিবসের ক্রীড়া কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম.এ. সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠান সঞ্চালনায় করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান। এ সময় চুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট ও সম্মানিত শিক্ষকমÐলী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালনায় ও ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবারের প্রতিযোগিতায় ৩৮ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।