news & updates

Seminar on High Performance Concrete with Micro Silica held at CUET.


  • Seminar on High Performance Concrete with Micro Silica held at CUET.
  • Seminar on High Performance Concrete with Micro Silica held at CUET.
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের আয়োজনে ‘মাইক্রো সিলিকা ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন কনক্রিট তৈরি’ Seminar on High Performance Concrete with Micro Silica) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০১৯ খ্রি. বেলা সাড়ে ১২ ঘটিকায় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত সেমিনারের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পালের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত কনক্রিট টেকনোলজিস্ট জনাব মনোজ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। সেমিনারে পুরকৌশল বিভাগের সমাপনী ও স্নাতকোত্তর শিক্ষাবর্ষের দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।