news & updates

Hands-on-Training on BAC Accreditation Criteria/Standards-1


  • Hands-on-Training on BAC Accreditation Criteria/Standards-1
  • Hands-on-Training on BAC Accreditation Criteria/Standards-1
  • Hands-on-Training on BAC Accreditation Criteria/Standards-1
  • Hands-on-Training on BAC Accreditation Criteria/Standards-1
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Hands-on-Training on BAC Accreditation Criteria/Standards-1” শীর্ষক প্রশিক্ষণ বেলা ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত প্রশিক্ষণে বেলা ১২:০০ ঘটিকায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। এতে প্রতিটি বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য এবং বিভাগের মনোনীত শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার জনাব মো. ইমরান হোসেন।