Message From Dean

Field of Interest Thermo-fluid Engineering Qualification BSc (ME, BUET); PhD (NUS, Singapore)

Image

Dr. Kazi Afzalur Rahman

Dean of Faculty,Professor

List of Departments

Unveil the Latest Stories, Media Insights, and Updates - Your Comprehensive Destination for News and Engaging Media Content

icon img

0

Teachers

icon img

0

Departments

News & Media

Unveil the Latest Stories, Media Insights, and Updates - Your Comprehensive Destination for News and Engaging Media Content

Image
  • 2024-12-15

A Seminar Titled “Petroleum Oil Management in Bangladesh” Held at CUET.

চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর গ্যাস রয়েছে যা আমাদের অনুসন্ধান করতে হবে। সারা পৃথিবীজুড়ে গ্যাস অনুসন্ধান ক‚পের সফলতার সম্ভাবনা হার প্রায় ২০ শতাংশ থাকে, কিন্তু বাংলাদেশের সেই সম্ভাবনা থাকে প্রায় ৩৩ শতাংশ। তারপরেও আমরা তা অনুসন্ধান করছি না বরং বিদেশ থেকে আমদানির উপর নির্ভরশীল হয়ে আছি। আমাদের নিজস্ব অনেক খনিজ সম্পদ আছে, আমাদের এই খনিজ সম্পদগুলোর অন্বেষণ, অনুসন্ধান ও প্রচেষ্টার মাধ্যমে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে হবে।” আজ ১৫ই ডিসেম্বর সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে \"পেট্রোলিয়াম অয়েল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ\" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শরীফ হাসনাত। সেমিনারে মূল বক্তা ছিলেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এর সাবেক জেনারেল ম্যানেজার প্রকৌশলী মানজেরি খোরশেদ আলম। এতে সভাপতিত্ব করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। সঞ্চালনা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব নাদিয়া মেহজাবীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী শক্তি উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে পেট্রোলিয়ামের গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যদি পেট্রোলিয়াম না থাকত আসলে আমাদের দেখা বর্তমান সভ্যতাই হয়তোবা গড়ে উঠত না। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে চাহিদা অনুযায়ী অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক নিরাপদ মজুদ গড়ে তোলা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখা একটি বড় চ্যালেঞ্জ। একটি ভালো ব্যবস্থাপনায় জ্বালানি খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এমন একটি ক্ষেত্র, যেখানে শিল্পের চাহিদা ও চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় কৌশল এবং প্রযুক্তি নিয়ে কাজ করে। এটি একটি বহুমুখী প্রকৌশল শাখা, যেখানে ভূ-তাত্তি¡ক বিজ্ঞান, ভূতল প্রকৌশল এবং যান্ত্রিক প্রযুক্তি একসঙ্গে কাজ করে। চুয়েটের পিএমই বিভাগের গ্র্যাজুয়েটরা দেশীয় ও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সময়ের সাথে সাথে পিএমই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জ্বালানি ও খনিজ বিষয়ক গবেষণা ও অধ্যয়নের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে চুয়েট তথা বাংলাদেশের সুনাম বয়ে আনছে। শিক্ষার্থীরা সঠিক প্রস্তুতি, ধৈর্য্য এবং কঠোর পরিশ্রম করে যদি এগিয়ে যায়, তবে তারা বিশ্বব্যাপী পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে সফল হতে পারে বলে আমি মনে করি।”

Image
  • 2025-01-12

Workshop on "Advanced Manufacturing Technologies"

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) বিভাগে "উন্নত উৎপাদন প্রযুক্তি" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ, এই কর্মশালায় ইন্ডাস্ট্রি ৪.০ এবং এর সঙ্গে জড়িত আধুনিক উৎপাদন পদ্ধতির ওপর আলোকপাত করা হয়।
প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. আসাদুজ্জামান, যিনি রোবোটিক্স এবং অটোমেশন প্রযুক্তিতে বিশেষজ্ঞ। কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদের শিল্পখাতের চাহিদা পূরণে দক্ষ করে তুলবে।

Image
  • 2025-01-17

Seminar on "Sustainable Energy Solutions"

ME বিভাগে "টেকসই জ্বালানি সমাধান" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৭ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ, এই সেমিনারে নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি এবং বায়োগ্যাস প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. নাসির উদ্দিন। তিনি টেকসই জ্বালানি ব্যবস্থার গবেষণার গুরুত্ব এবং এর পরিবেশগত প্রভাব নিয়ে বক্তব্য রাখেন।
সেমিনারে শিক্ষার্থীরা নবায়নযোগ্য শক্তি ব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করেন।

Contact

Reach Out to Our Office for Assistance, Inquiries, or Support – We're Here to Guide You Through Your Academic and Administrative Journey.